ডোমেইন এবং হোস্টিং কি?

আসসালামু আলাইকুম। 


আশা করি ভাল আছেন। আমাদের আজকের টপিক হলো ডোমেইন (Domain) এবং হোস্টিং (Hosting) কি?



তাহলে চলুন শুরু করা জাক।


ডোমেইন (What is domain) কি?


ডোমেইন হলো আপনার ওয়েবসাইটের ঠিকানা (website address).  ধরুন আপনি আপনার কোন এক বন্ধুর বাসায় যাবেন। তাই আপনার বন্ধুর বাসায় আপনাকে যেতে হলে আপনাকে অবশ্যই আপনার বন্ধুর বাসার ঠিকানা প্রয়োজন। 


ঠিক তেমনই যদি কেউ আপনার ওয়েবসাইটে ভিজিট করতে চায় তাহলে তাকে অবশ্যই আপনার ওয়েবসাইটের ঠিকানা প্রয়োজন হবে।


তবে ডোমেইন কিন্তু বইয়ের অংঙ্ক করতেও ব্যাবহার করা হয়।


ডোমেইন কয় প্রকার (Types of domain)


ডোমেইন ২ প্রকার। 


১। মাস্টার ডোমেইন 

২। সাবডোমেইন


মাস্টার ডোমেইন কি? (What is master Domain)


মাস্টার ডোমেইন বলতে মূলত. .com . net .xyz .org ইত্যাদি কে বুঝায়। 


সাব ডোমেইন কি?


সাবডোমেইন বলতে মূলত  support.example.com/contact.example.com/blog.example.com ইত্যাদি কে বুঝায়। 



ডোমেইন নেইম রেজিষ্ট্রেশন (Domain name registration) 


আপনি চাইলেই যে কোন ডোমেইন আপনার নিজের নামে নিতে পারবেন না।কারন এই পৃথিবীতে সকল ডোমেইনকেই রেজিস্ট্রার করতে হয়।



ডোমেইন কেনার মাধ্যম ( Buy Domain Name)


বর্তমানে হাজার হাজার ওয়েবসাইট রয়েছে যারা ডোমেইন সেল করে থাকে। কিন্তু এদের মধ্যে থেকে অন্যতম হলো


১।Godady Domain

২।Google Domains

৩।Namecheap Domain


আপনি চাইলে এর বাইরে থেকেও ডোমেইন কিনতে পারেন (buy domain)। যদি আপনি বিকাশের মাধ্যমে কিনতে চান তাহলে আপনি hosthousebd.com থেকে কিনতে পারেন।


Note:- আমরা নেইমচিপ কে ব্যাবহার করে থাকি।


কিভাবে ডোমেইন খুজবেন ( domain search)


আপনি যদি কোন ডোমেইন কিনতে চান তাহলে উপড়ের যে কোন একটি সাইট থেকে কিনতে পারেন। তবে আপনি যদি সেফলি কিনতে চান তাহলে (godady domain serch)  থেকে কিনতে পারেন।যে কোন সাইটে ঘুকার পড়ে আপনার ডোমেইন নাম লিখে সার্চ করুন। (how to find domain)


যদি আপনার ডোমেইন কেউ না নিয়ে থাকে তাহলে আপনি আপনার ডোমেইন নিতে পারবেন।


ডোমেইন এর উপকারিতা।


আপনি যদি একটি ওয়েবসাইট বানাতে চান তাহলে আপনার অবশ্যই ডোমেইন এর প্রয়োজন হবে। তবে আপনি যদি তা ব্লগার এ বানান তাহলে সেই সাইট থেকে ইনকাম করতে আপনার প্রায় ৬ মাস অপেক্ষা করতে হবে।


সেখানে আপনার যদি কাস্টম ডোমেইন থাকে তাহলে আপনি মাত্র ৭-১০ দিনেই সেই ওয়েবসাইট থেকে ইনকাম শুরু করতে পারেন।



আশা করছি ডোমেইন কি এবং কোথা থেকে কিনবেন তা সম্পর্কে আইডিয়া পেয়ে গেছেন।



এবার আশা যাক হোস্টিং কি?



হোস্টিং হলো একধরনের অনলাইন মেমোরি কার্ড। যেখানে আপনার ওয়েবসাইটের সকল ডাটা সেইভ করা থাকে।



হোস্টিং কোথা থেকে কিনব?


আপনি চাইলে যে কোন জায়গা থেকে হোস্টিং কিনতে পারেন। তবে আপনি যে জায়গা থেকে ডোমেইন কিনবেন সেই জায়গা থেকেই ডোমেইন নেয়াই ভাল।


কিন্তু কেনো?


কারন এতে আপনি অনেক ভাল সাপোর্ট পাবেন। যদি আপনার হোস্টিং এ কোন সমস্যা হয় তাহলে তারা আরও মনোযোগ দিয়ে আপনার সমস্যার সমাধান করে দিবে।


এছাড়াও এর অন্যতম সুবিধা হলো আপনি যে জায়গা থেকে হোস্টিং নিবেন তারাই আপনাকে ফ্রিতে ডোমেইন প্রভাইড করবে।


এতে করে আপনার ডোমেইন এর খরচ কমে জাবে।



আমি তো নতুন শুরু করছি আগেই কি ইনভেস্ট করা ঠিক হবে?


সেটা একান্তই আপনার বিষয়। তবে আপনি ভাই আগে ফ্রিতে ডোমেইন হোস্টিং নিতে পারেন।


কিভাবে নিবেন তা জানতে এখানে ক্লিক করুন।


ডোমেইন এর দাম। 


আপনি যদি অনলাইনে একটু ঘাটাঘাটি করেন তাহলেই দেখতে পারবেন অনেকেই ৩০০-৫০০ টাকায় .com ডোমেইন দিয়ে থাকে।


কিন্তু আপনি যদি সেই সকল জায়গা থেকে ডোমেইন কিনেন তাহলে আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। 



ডোমেইন ছাড়া অনলাইনে সাইটের মাধ্যমে ইনকাম করা কি সম্ভব?


জ্বি সম্ভব। তবে এজন্য আপনাকে ব্লগার ব্যাবহার করতে হবে। আর আপনার ওয়েবসাইট যতই ভাল হোক না কেনো আপনাকে মিনিমাম ৬-১০ মাস অপেক্ষা করতে হবে। 


কারন ব্লগার এ ডোমেইন ছাড়া ইনকাম করার জন্য অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে।



হোস্টিং এর প্রকারভেদ


হোস্টিং ২ ধরনের। 


১। Owned Hosting

২। Shared Hosting


Owned Histing কি?


Owned Hosting হলো যে হোস্টিং আপনি একাই আপনার ওয়েবসাইটের জন্য ব্যাবহার করবেন। 



Shared Hosting কি?


Shared Hosting হলো যে হোস্টিং আপনি ছাড়াও আরও মানুষরা তাদের ওয়েবসাইটের জন্য ব্যাবহার করবে।



Shared Hosting vs Owned Hosting


Owned Hosting সবসময়ই Shared Hosting এর চেয়ে ভাল। কারন Owned Hosting এ আপনার সাইট অনেক ফাস্ট কাজ করবে যা Shared Hosting এ করবে না।


Owned Hosting এর দাম?


Owned Hosting এর দাম সবসমই একটু বেশি হয়ে থাকে। তবে এর মিনিমাম প্রাইজ হলো ৫০০ টাকা ৬ মাসের জন্য ১জিবি স্পেস। তবে আপনি যদি প্যাকেজ হিসেবে নেন তাহলে মাত্র ১৩০০ টাকাতেই আপনি ৫ জিবি স্পেস এবং ১টি .com ডোমাইন ফ্রিতেই পাবেন।


Shared Hosting এর দাম Owned Hosting এর চেয়ে কম। আপনি ৩০০ টাকায় ৬ মাসের জন্য ১ জিবি স্পেসে নিতে পারেন।



ব্লগারে কি হোস্টিং প্রয়োজোন?


জ্বি না। ব্লগার এ হোস্টিং এর প্রয়োজন হয় না।



Shared Hosting এ কি C-Pannel পাওয়া যায়?


জ্বি। আপনি Owned Hosting এও যা সুবিধা পাবেন  Shared Hosting এও একই সুবিধা পাবেন। 


হোস্টিং কেনার সময় যে বিষয় গুলো লক্ষ্য করা উচিত।


১। Free SSL

২। SSD Space

৩। Diskspace

৪। Php

৫। Unlimited Email


এই বিষয় গুলো মাথায় রাখলেই আপনি একটি প্রপার হোস্টিং নিতে পারেন।


১০০% সিকিউরিটি সহ কিভাবে কিনব?


আপনি চাইলে Namecheap অথবা Godady থেকে নিতে পারেন।


ডোমেইন এবং হোস্টিং এর মেয়াদ


সকল ডোমেইন এবং হোস্টিং এর মেয়াদ মুলত ১ বছর হয়ে থাকে। 


আপনারা কাদের ডোমেইন ব্যাবহার করেন?


আমিরা মূলত Namecheap এর ডোমেইন ব্যাবহার করে থাকি।


বিকাশের মাধ্যমে কিভাবে ডোমেইন কিনব?


আপনি যদি বিকাশের মাধ্যমে ডোমেইন কিনিতে চান তাহলে আপনি Host House Bd থেকে আপনার ডোমেইন্টি কিনতে পারেন।


Host House Bd কি সেফ?


জ্বি হোস্ট হাউজ বিডি ১০০% সিকিউর একটি প্লাটফর্ম যেখান থেকে আপনি আপনার ডোমেইন হোস্টিং নিতে পারেন।


একটি সাইট মেইক করতে কতো জায়গা প্রয়োজন?


একটি ওয়েবসাইট মেইক করতে হলে আপনার মিনিমাম ১০ এমবি থেকে ১ জিবি জায়গার প্রয়োজন হবে।


তাহলে কেনো ৫ জিবি কিনব?


কারন আপনি যদি ইমেইল মেইক করতে চান তাহলে আপনার যায়গার প্রয়োজন হবে। এজন্যই সবাই এতো বেশি স্পেস কিনে থাকে।


ধন্যবাদ আপনাকে আমাদের এই আর্টিকেল্টি শেষ পর্যন্ত পড়ার জন্য। আপনার যে কোন সমস্যা আমাদের জানাতে হলে কমেন্ট করতে পারেন।


Solve Hobe Team.             

Theme images by 5ugarless. Powered by Blogger.