এফিলিয়েট মার্কেটিং করে প্রতিমাসে ৫০ হাজার টাকা ইনকাম করুন। এফিলিয়েট মার্কেটিং ফুল গাইড
আসসালামু আলাইকুম
আশা করি ভাল আছেন। আমাদের আজকের টপিক হলো এফিলিয়েট মার্কেটিং।
তাহলে চলুন আজকের আর্টিকেল শুরু করা যাক।
এফিলিয়েট মার্কেটিং কি ?
এফিলিয়েট মার্কেটিং হলো কোন একটি কম্পানির প্রডাক্ট বিক্রি করার মাধ্যমে সেই প্রডাক্ট এর মূল্যের কিছু অংশ পাওয়াকেই এফিলিয়েট মার্কেটিং বলে।
এফিলিয়েট মার্কেটিং কি হালাল?
জ্বি ১০০% এফিলিয়েট মার্কেটিং হালাল। কারন আপনি কাউকে ঠকিয়ে টাকা আয় করছেন না। তাই আপনি নিশ্চিন্তে এফিলিয়েট মার্কেটিং করতে পারেন।
এফিলিয়েট মার্কেটিং গাইডলাইন
বর্তমানে অনলাইনে আপনি হাজারও ফ্রি এবং পেইড কোর্স পাবেন। তবে আমাদের সাজেশন থাকবে আপনি সকল ফ্রি কোর্স গুলো করুন এবং ইউটিউবে হাজার হাজার টিউটোরিয়াল পাবেন সেগুলো দেখুন।
এফিলিয়েট মার্কেটিং কিভাবে শুরু করবো?
এফিলিয়েট মার্কেটিং শুরু করার জন্য আপনি বিডিশপ কে ব্যাবহার করতে পারেন। বিডি শপ এ আপনি ফ্রিতেই এফিলিয়েট একাউন্ট খুলতে পারবেন।আপনাদের সুবিধার জন্য নিচে একটি ভিডিও টিউটোরিয়াল দেয়া হলো।
এফিলিয়েট মার্কেটিং বই
এফিলিয়েট মার্কেটিং নিয়ে তেমন কোন বই সম্পর্কে আমাদের জানা নেই তবে কমপিলিট মার্কেটিং নিয়ে অনেক বই রয়েছে। আপনি সেই সকল বই পড়ে অনায়াসেই এফিলিয়েট মার্কেটিং শিখতে পারবেন।
এফিলিয়েট করে প্রতিমাসে কত টাকা ইনকাম করা সম্ভব?
এফিলিয়েট করে আপনি প্রতিমাসে ৫ হাজার থেকে ৫ লক্ষ্য টাকা পর্যন্ত ইনকাম করতে পারবন। তবে সেটা পুরটাই নির্ভর করে আপনার কাজের উপরে।
এফিলিয়েট মার্কেটিং সাইট
এফিলিয়েট করার জন্য অনেক অনেক সাইট রয়েছে। বলতে গেলে এখন সকল ই-কমার্স ওয়েবসাইটেই
এফিলিয়েট রয়েছে। তবে তাদের মধ্যে কেউ দেয় ২% আবার কেউ দেয় ৫০% কমিশন।
এফিলিয়েট কি বাংলাদেশে লিগাল?
জ্বি এফিলিয়েট বাংলাদেশে ১০০% লিগাল। এফিলিয়েট কোন বে আইনি কাজ নয়। তাই বাংলাদেশে এটি ১০০% লিগাল।
এফিলয়েট করতে কি ওয়েবসাইট লাগে?
জ্বি না। এফিলিয়েট মার্কেটিং করতে কোন ওয়েবসাইট লাগে না। তবে একটি ওয়েবসাইট থাকলে আপনার ইনকাম প্রায় ২গুন হবে। তাই ওয়েবসাইট থাকলে ভালো না থাকলে সমস্যা নেই।
এফিলিয়েট কি ফেইসবুকে করা সম্ভব?
জ্বি ১০০% সম্ভব। আপনি চাইলে ফেইবুকে পেইজ তৈরি করেও এফিলিয়েট করতে পারেন। অথবা আপনি যেক প্রডাক্ট এর এফিলিয়েট করবেন সেই প্রডাক্ট এর রিলেটেড গ্রুপে জইন করে পোস্ট করতে পারেন।
এফিলিয়েট মার্কেটিং এ ইমেইল মার্কেটিং এর ভূমিকা আছে কি?
জ্বি আপনার এক এফিলিয়েট পথযাত্রায় ইমেল খুবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কিন্রু আমার প্রডাক্ট নিবে এমন কাস্টমারের ইমেইল কোথায় পাবো?
আপনার এই সমস্যার সমাধান করতে নিচে একট ভিডিও দেয়া হলো। এখানে আপনি দেখতে পারবেন কিভাবে ১ মিনিটে হাজার হাজার ইমেইল কালেক্ট করতে পারবেন।
এফিলিয়েট মার্কেটিং এ সফল হওয়ার কিছু টিপ্স।
এফিলিয়েট এ সফল হওয়ার অনেক গোপন টিপ্স রয়েছে যা আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব।
১। মানুষকে প্রশ্ন করুন।
২। মানুষ কি চাচ্ছে তা জানার চেষ্টা করুন।
৩। মানুষের কাছে আপনার প্রডাক্ট ভিডিও এর মাধ্যমে উপ্সথাপন করুন।
৪। মানুষের সাথে ভাল ব্যাবহার করুন।
৫। মানুষকে চাপ না দিয়ে প্রশ্ন করুন।
এছাড়াও আর এমন অনেক টিপ্স এবং ট্রিক্স রয়েছে। সেই সকল টিপ্স এবং ট্রিক্স জানতে আমাদের মেইল করতে পারেন support@solvehobe.xyz এ।
তাই জীবনকে এবার নিয়ে যান সফলতার দিকে। শুরু করুন নিজের ঘুরে দাড়ানোর পথযাত্রা ।
আপনার সকল সমস্যা এবং প্রশ্নের উত্তর নিয়ে আমরা রয়েছি আপনার পাশে।
ধন্যবাদ আমাদের এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ার জন্য।
Solve Hobe Team