Unique Blog Ideas 2020

 আসসালামু আলাইকুম।



আশা করি ভাল আছেন। আমরা প্রায় সকলেই ব্লগিং করার কথা ভেবে থাকি। কিন্তু কোন বিষয় বা নিশ নিয়ে কাজ করবেন তা খুজে পান না।



তাই আজকে আপনাদের জন্য আমরা ৫ টি ব্লগিং নিশ নিয়ে এসেছি যে গুলো আপনার ব্লগিং ক্যারিয়ার শুরু করতে অনেকটাই সাহায্য করবে।



তাহলে চলুন শুরু করা যাক। আপনি যদি এখনো না যেনে থাকেন ব্লগিং কি তাহলে এখানে ক্লিক করুন।


১। কিভাবে অনলাইন থেকে ইনকাম করতে হয়।


বর্তমান সময়ে আজ হাজারও তরুন তরুনী রয়েছে যারা অনলাইনের মাধ্যমে ইনকাম করতে চায়। আর এজন্য প্রতিনিয়ত তারা গুগলে খুজে থাকে কিভাবে অনলাইন থেকে ইনকাম করা যায়।



তবে এই বিষয় এর উপরে আপনার ধারনা যদি না থাকে তবে এজন্য আপনি ফেইসবুককে অথবা ইউটিউবকে কাজে লাগিয়ে প্রতিনিয়ত নতুন নতুন কন্টেন্ট আপনার ব্লগে দিতে পারবেন।



২। সাস্থ এবং ফিটনেস


বর্তমানে প্রায় ৭০% মানুষই সাস্থ নিয়ে চিন্তিত। কিভাবে তাদের শরীরকে ফিট রাখা যায়। কিভাবে ওজন কমানো যায় তা নিয়ে প্রতিদিন তারা গুগল সহ অনেক প্লাটফর্ম এ এই বিষয়ে খুজে থাকে। 



কন্টেন কিভাবে পাবেন তা নিয়ে ভাবছেন?


এজন্য অবশ্যই  আপনাকে এ বিষয়ে অল্প হলেও ধারনা থাকতে হবে। এছাড়া আপনি গুগল, ফেইসবুক,ইউটিউবকে কাজে লাগাতে পারেন।


৩। বিউটি 


বর্তমান সময়ে নিজের রুপ নিয়ে ভাবে না এমন মানুষ খুজে পাওয়া কঠিন। আর এর সকল টিপ্স খুজার জন্য হাজার হাজার মানুষ গুগল সহ সকল প্লাটফর্মে খুজে থাকে।


এই সকল টিপ্স কোথায় পাব? 


এজন্য আপনি একজন বিউটি এক্সপার্ট এর সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও গুগলে এ  এই বিষয়ে হাজার হাজার আর্টিকেল পেয়ে জাবেন।      



৪। লাইফস্টাইল


বর্তমান সময়ে সেলিব্রিটিদের লাইফস্টাইল প্রায় সকল মানুষই খুজে থাকে। তারা কি পরে,কি খায়, কিসে চলে, বাড়ি গাড়ি এসকল খুজে থাকে।


এই সকল তথ্য পাওয়ার অন্যতম উপায় এবং সেরা উপায় হলো উইকিপিডিয়া। কারন এখানে আপনি সকল বিষয়ের সঠিক তথ্য খুজে পাবেন।


৫। রিভিউ ওয়েবসাইট


আপনি আমি  সকলেই কোন কিছু কেনার আগে একবার হলেও সেই প্রডাক্ট এর রিভিউ দেখে নেই। কারন এতে আমাদের সেই পন্যটি কিনতে অনেকটাই সাহায্য হয়। ঠিক তেমনি প্রতিদিন হাজার হাজার মানুষ গুগলে সব রকমের প্রডাক্ট নিয়ে রিভিউ খুজে থাকে।


কিন্তু কন্টেন্ট কোথায় পাবো? 


এজন্য আপনি গুগলে খুজে দেখতে পারেন। আপনি হাজার হাজার রিভিউ খুজে পাবেন যার মাধ্যমে আপনি একটি ভাল আইডিয়া পেয়ে যাবেন এবং আপনি একটি আইডিয়া পেয়ে যাবেন।    



এক্সট্রা আরও ৩ টি বোনাস ব্লগিং নিশ।


১। টুল ওয়েবসাইট


আপনি যদি কন্টেন্ট না লিখে শুধু মাত্র ২-৩ দিন সময় দিয়ে একটি টুল ওয়েবসাইট বানাতে পারেন তাহলে আপনি খুব সহজেই অনলাইন থেকে ইনকাম করতে পারবেন।



কিন্তু আমি তো কোডিং জানি না?


সে জন্য আপনি গুগল ইউটিউব সহ অনেক জায়গায় অনেক স্ক্রিপ্ট  পেয়ে যাবেন।   আর সেই স্ক্রিপ্টকে ব্যাবহার করে আপনি খুব সহজেই টুল ওয়েবসাইট বানাতে পারেন।     



২। ব্যাংক কোড ওয়েবসাইট


আজ হাজার হাজার মানুষ বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন ব্যাংক এর কোড খুজে থাকে। আর এ ক্ষেত্রে আপনার ওয়েবসাইট র‍্যাংক করার সুযোগ অনেক বেশি। আর এই ওয়েবসাইটে আপনি ১০০% এ্যাডসেন্স পাবেন।


কোড কোথায় পাওয়া যাবে?


এজন্য আপনি গুগলকে কাজে লাগিয়ে কোড কালেক্ট করতে পারেন। এরপর আপনাকে সকল কোড আপনার ওয়েবসাইটের ডাটা বেজে আপলোড করতে হবে।




৩। রেজাল্ট ওয়েবসাইট


এটি এমন একটি ওয়েবসাইট নিশ যেটি আপনার সবসময় ইনকাম এনে দিবে না। কিন্ত রেজাল্ট এর সময়ে আপনার ইনকাম প্রায় ৩০০০ ডলার ছারিয়ে যাবে।


কোড কোথায় পাবো?


এজন্য আপনি গুগলে খুজে দেখতে পারেন। আপনি অনেক গুলো স্ক্রিপ্ট খুজে পাবেন।     



ধন্যবাদ আমাদের এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ার জন্য।


Solve Hobe Team                      

Theme images by 5ugarless. Powered by Blogger.