০ টাকায় শুরু করুন ব্লগিং। ব্লগিং শুরু করার উপায়।

 আসসালামু আলাইকুম। 


আশা করি ভাল আছেন। আমাদের আজকের বিষয় হলো আপনি কিভাবে ফ্রিতে ব্লগিং শুরু করতে পারেন ( start blogging for free)


তাহলে আর দেরি না শুরু করা যাক। 😊



ব্লগিং কি? ( blogging definition)



ব্লগিং মানে হলো কোন একটি বা একাধিক বিষয়ের উপরে লেখালেখি করা।


তবে আপনি যদি কোন বইতে লিখেন তবে তা ব্লগিং এর মধ্যে পরে না। আপনাকে অবশ্যই অনলাইনে লেখালেখি করতে হবে (start blogging online)


ব্লগিং শুরু করব কোথায়? (blogging platforms)


ব্লগিং শুরু করার জন্য আপনি অনেক সাইট খুজে পাবেন যেমন Medium. তবে ব্লগিং একদমই ফ্রি শুরু করার জন্য আপনি ব্লগারকে ব্যাবহার করতে পারেন।  (Start blogging on blogger).



ব্লগার এ ওয়েবসাইট বানাতে ডোমেইন এবং হোস্টিং কি প্রয়োজন? 


জ্বি না। ব্লগার হলো গুগল(google) এর প্রডাক্ট। তাই ব্লগার এর মাধ্যমে ওয়েবসাইট বানাতে হলে ডোমেইন এবং হোস্টিং এর প্রয়োজন হয় না। 


আমি কি কাস্টম ডোমেইন ব্লগারে এ্যাড করতে পারব?


অবশ্যই কেনো নয়। আপনি যে কোন প্লাটফর্ম থেকে ডোমেইন কিনে আপনার ব্লগার ওয়েবসাইটে ব্যাবহার করতে পারেন। 



ব্লগার কি সিকিউর?


১০০%। কারন ব্লগার যেহেতু গুগল এর প্রডাক্ট তাই ব্লগারে সিকিউরিটিতে গুগল কোন কমতি রাখে না। আর আমরা সকলেই জানি গুগল এর সিকিউরিটি হ্যাক করা অনেকটাই কঠিন।


ব্লগার এ কি ইনকাম হয়?


জ্বি ব্লগার থেকে আপনি ইনকাম করতে পারবেন। তবে আপনার মাথায় যদি আগে থেকেই ইনকামের কথা থাকে তাহলে আপনার ইনকাম প্রায় অসম্ভব (Start blogging for money)



ব্লগিং এর জন্য থিম কোথায় পাবো(Blogger Theme)


ব্লগারে একটি সুন্দর ওয়েবসাইট বানানোর জন্য একটি থিম খুবি প্রয়োজন। আর এই ব্লগার থিম নেয়ার জন্য আপনি Soratemplates কে ব্যবহার করতে পারেন। 



ব্লগিং করার জন্য কি ওয়ার্ডপ্রেস?(Start blogging using wordpress)


হ্যা আপনি চাইলে আপনার ব্লগ সাইটটি ওয়ার্ডপ্রেসেও বানাতে পারেন। তবে সে ক্ষেত্রে অবশ্যই আপনাকে ডোমেইন এবং হোস্টিং এর খরচ আগেই দিতে হবে।



ব্লগিং এর জন্য কোন ওয়ার্ডপ্রেস থিম ব্যবহার করব?


ব্লগিং করার জন্য ওয়ার্ডপ্রেসে অনেক থিম পাবেন তবে এর মধ্যে অন্যতম হলো নিউজম্যাগ থিম।



ব্লগার দিয়ে ইনকাম কিভাবে হয়ে থাকে ( Earn Money From Blogger) 


ব্লগার থেকে ইনকাম করার সেরা মাধ্যম হলো গুগল এ্যাডসেন্স। আপনার ব্লগটি যখন গুগল এ্যাডসেন্স এর উপযোগী হয়ে উঠবে তখন আপনি আপনার সাইটে এ্যাড এর মাধ্যমে ইনকাম করতে পারবেন।



কিছু ব্লগিং আইডিয়াস ( blogging ideas)


আপনি চাইলে যে কোন বিষয়ের উপরে আপনার ব্লগ সাইটটি বানাতে পারেন।


উদাহরণ সরুপ :- 


১। মোবাইল রিভিউ

২। অনলাইন ইনকাম

৩। হট নিউজ


এছাড়াও আরও অনেক মাইক্রোনিশ রয়েছে যার মাধ্যমে আপনি আপনার ব্লগিং ওয়েসাইট (Blogging Websites) বানাতে পারেন।


ব্লগার এ কি ধরনের ওয়েবসাইট বানানো সম্ভব?


ব্লগার এ আপনি অনেক ধরনের ওয়েবসাইট বানাতে পারেন তবে এমন কোন ওয়েবসাইট বানানো যাবে না যাতে গুগলে এ্যাডসেন্স এ্যাপ্রুভাল না দেয়।


কোন কোন নিশ এর উপরে গুগল এ্যাডসেন্স এ্যাপ্রুভাল দিয়ে থাকে?


গুগল মুলত যে সকল বিষয়ের উপরে এ্যাডসেন্স এ্যাপ্রুভাল দেয় তা হলো 


১। মাইক্রোনিশ

২। লিরিক্স

৩। গেমস

৪। টুল

৫। ই-কমার্স


ইত্যাদ। তবে আপনি যদি কোন কন্টেন্ট ডাউনলোডিং সাইট বানান তাহলে কিন্তু কখনোই আপনি গুগল এ্যাডসেন্স পাবেন না



 ওয়েবসাইটে ট্রাফিক কিভাবে পাবো?


ব্লগার এ ট্রাফিক পাওয়ার জন্য আপনি  ইন্সটাগ্রাম (Instagram,  facebook, medium, quora) কে ব্যাবহার করতে পারেন।


   

তাই কি ভাবছেন আজই শুরু করুন ব্লগিং (Start Blogging Today)


আপনার একটি উদ্যোগ আপনার ভবিষ্যত পাল্টানোর জন্য যথেষ্ট।


তবে আমার সাজেশন থাকবে ব্লগার ব্যাবহার করার জন্য।


ধন্যবাদ।


Solve Hobe Team   

Theme images by 5ugarless. Powered by Blogger.